আয় বৃষ্টি আয় ঝমঝমিয়ে আয়
উঠান জুড়ে নাচ দেখাবি বৃষ্টি নূপুর পায়।
সঙ্গে আনিস উতল দিনের হিমেল বাতাস
তৃষিত ভূমির হৃদয়টাকে জুড়িয়ে দিয়ে যাস।
আয় বৃষ্টি আয় নদীর ধারে আয়
শুকনো মুখে আছে সে বড্ড জ্বালা গায়
মান সম্মান গেছে তার শেয়াল যে পার হয়
তোর ধারাতে প্রাণ পেয়ে সে যাবে মোহানায়।
আয় বৃষ্টি আয় প্রেমিক হৃদয় চায়
ধু ধু বুকে বয়ছে লু ভিজিয়ে দিতে আয়।
কত কথা জমে আছে শোনাতে মন চাই
ভিজতে ভিজতে দুজন মিলে মল্লারে গান গাই।
আয় বৃষ্টি আয় দোলন চাঁপায় আয়
পাগলা হাতী মাথা নাড়ায় দেখবি যদি আয়।
মাটির বুকে কাঁপন জাগে সে সৃষ্টিতে মন দেয়
ভীষণ ভালবাসি তাই গর্জনেতে আর করিনা ভয়।