ইট কাঠ গাছ বাড়ি যা কিছু দৃশ্যমান
সব ভেঙে যায় যে যার মতন শব্দ করে
টুকরো টুকরো হয়ে ধুলাতে মিলায়।
সম্পর্কেরা একে একে মানে অভিমানে
বেগে আবেগে ভেঙে ভেঙে অন্তরে অন্তরে
নিঃশব্দে নীরবে হাহুতাশ হতাশায়।
দৃশ্যমান যা কিছু শুন্যতা পূরণে নতুন রূপ নেয়
অন্য অনেক অনুপম অনবদ্য অনন্য অঙ্গীকারে।
হৃদয় আকাশ প্রসারিত সৃষ্টির অনুরননে।
সম্পর্কের নদী শুকিয়ে গেলে হয়না জোয়ার ভাঁটা
অবিরাম অনবরত অনুচিন্তন অনুসন্ধানে অন্যমনস্ক
স্মৃতির সমুদ্রে তৃষ্ণা মেটেনা থাকি আত্মখননে।