এসো
প্রেম এসো
নিবিড় ঘন সবুজ
যেখানে নির্জনতা চুপে থাকে
আলোর ঝিলিক লুকোচুরি খেলে
পদধ্বনি শুনি পত্রমর্মরে সে কুহুকিনির
হৃদয় যার টলমলে জল পদ্মফোটা সরোবর
আমি তার নাম শুনেছি কখনো চোখে দেখিনি।
সবাই বলে আমি নাকি তাঁরি জ্বরে ভীষণ জর্জরিত
আমারো মন বলে তাকে চিনি চিনি সে নয় বিদেশিনী
দুজনে খুঁজি অহরহ জ্বলি বিরহ দহনে কবে হবে সে মহামিলন।


***আজকের কবিতা @কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়ের ( পীযুষ কবি ) সৌজন্যে পেশ করা হোল।