বেশ তাই নাহয় হলো,
শুভ'র কথায় রইল।
এতো আমার একার বাড়ি নয়
এযে আমার তোমার সবার
আস্থা নামের বাড়ি।
সবাই মিলে আলো আশার ছন্দে বাঁচি;
নিত্য দেখা শোনায় পাশাপাশি আছি।
জলে কলে রাত প্রহরায়
দিন সপ্তাহ মাস বছর জুড়ে।
কেউ দেখছে লেনদেনের খাতা
কেউ নিরবে ফুল ফোটায়
শেওলা প্রাচীর পথের ধারে।
সবার যখন ঘর বাড়ি সবার স্বার্থ আছে
মতে অমতে দিন রাত্রি কাব্যে জীবন বাঁচে।
নীরবে সরবে নদীর মতন জীবন চলে যায়
মানবধারায় তেমনি যেন জ্যোৎস্না মিশে রয়।
দূরে থাকো আর কাছেই থাকো
ভাবে অভাবে মন শুদ্ধ রাখো
থাকলে দূরে কর্মকাণ্ড সব কি থেমে যায়?
সুস্থ শান্তি স্বস্তি রাখতে বজায়
সবার পাশে সবার থাকা চায়।
বেশ তাই নাহয় হলো,
শুভ'র কথায় রইল।
এতো আমার একার বাড়ি নয়
এযে আমার তোমার সবার
আস্থা নামের বাড়ি।