আপনার ঘুম আসছে দুচোখে?
চোখ বুজলে মেয়েটার মুখ মনে পড়ছেনা!
ওর মা ওর বাবা ওর দীপ্ত চোখের স্বপ্ন
ওদের তিল তিল করে গড়া তিলোত্তমা মূর্তি।
সব কেমন আপনার প্রখর অগ্রগতির উন্নয়নে
দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেল।
আপনার কষ্ট হয়না।
ওদের জন্যই কত শ্রী সৃষ্টি করেছিলেন।
সবটা ভেঙে চুরে ধুয়ে মুছে সাফ হতে দিলেন।
আপনার পোষা দুপেয়-দৈত্যদের
বাঁকা চোখের শ্যেনদৃষ্টিতে মেয়েটা খাদ্য হয়ে গেল।
ঘুম আসছে! সাদা বিছানায় শুয়ে!
খেয়াল করে দেখবেন সারা বিছানায় রক্ত!
ছড়িয়ে যাচ্ছে সারা আদ্যপ্রান্ত দেশ দেশান্তর
এপাশ ওপাশ সারারাত ঘুমে না নির্ঘুমে;
শরীরের ঘাম বয়ছে কি নদীর মতন?
কিজানি মান হুঁশ থাকলে তবেই তো মানুষ!
হয়তো হতো কিন্তু... যাকগে যাক।
এটা কি জানেন সাদা আঁচলে কাদা লেগেছে।
দাঁড়ান দাঁড়ান ওটা কাদা না তিলোত্তমার রক্ত।
এই বিশ্বের সবায় সবটা এখন জেনে গেছে।
আপনি একা কি আবোল তাবোল বলে চলেছেন।
যার মাথা মুণ্ড কিচ্ছু বোঝার মত নয়।
একটা শিশু ও আজ জেনে গেছে সত্য কি?
সেও আঙুল তুলে বলছে -তুমি মিথ্যে বলছ
বোকা বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছ।
চারিদিকে বিপুল আয়োজন দেখে বুঝে নিন;
বোকা বানানোর দিন ক্রমশ শেষ হয়ে আসছে।
সামনে দিন আসছে প্রলয়।