বছর ঘুরে আবার ফুটেছে ভুঁই চাঁপা।
সেদিন তুমি এসেছিলে চাঁদের জ্যোৎস্না মেখে
হৃদয়ের চুল্লিতে যে খাঁ খাঁ রোদ্দুর ছিল
সবটুকু যেন নিমেষে উধাও হয়েছিল।
তোমার আঁচলে বোধ হয়
বেল বকুল রজনীর সুবাস ভরা ছিল।
কেমন যেন নেশার মতন আছন্ন লাগছিল।
নীল মেঘের স্নিগ্ধতায় ভেসে গেলাম।

জোনাকির আলো নিয়ে আজো রয়ে গেছি
ফণীমনসার ঝোপে ঝাড়ে তোমায় দেখব বলে।
প্রহর গুলো পিছু হটে  
ঝটিকা বাতাস হয়ে এই বুঝি তুমি এলে।
আজ জ্যৈষ্ঠ রজনীতে চাঁদ এখনও অবিক্রিত।
গলে গলে এখনও শেষ হয়ে যায়নি।
নিশ্চিত জানি চাঁদের ছায়া নদীর বুকে ঝিলমিল।
আসবেই আসবেই আশ্চর্য রুপেই আসবেই।