আলোর নিচেই ছিল অন্ধকার
বৃষ্টির পরেই পরেই মাটিতে সবুজ আস্তরন
জীবনের গল্পে ছিল নতুন একটা মোড়
আগুনের শেষে কি জানতে চেয়েছিলে
একরাশ কালো ছাই।
মুঠো মুঠো করে
ছড়িয়ে দিলাম উড়িয়ে দিলাম
কিছু রেখে দিলাম বুকের পাঁজরে।
নদীর বুকে ছড়িয়ে দিতেই নদী বলল
- ও তোমার কে ছিল? ওকে তুমি চিনতে?
আকাশ গুরুগম্ভীরে বলে
- ও বুঝি তোমার আপনজন।
রাস্তা বলে উঠল
- ও এইপথ দিয়ে আসত যেত সেবাকেন্দ্রে।
বৃষ্টি বলল -তোমার অন্তর জুড়ে কান্না হে
কাঁদতে পারছনা! গভীর শোকে এমন হয়।
বরং আমি বৃষ্টি হয়ে ঝরি...
তুমি ভিজতে ভিজতে খানিক কেঁদে নাও।
কেউ জানতেও পারবেনা।

ওরা একে একে পাঁচজন লড়ে যাচ্ছে
ওরা কী কেউ তাঁর আপনজন ছিল? না!
তবু লড়ে চলেছে অসম একটা লড়াই।
লড়তে লড়তে আশার দীপ নিভে যেতে চায়।
কি আশ্চর্য!
ধ্রুবতারার মতন তবুও উত্তর আশা করে।
আইনের কি প্যাঁচ!
অর্থের বিনিময়ে সেও হয়ে গেছে ক্রীতদাস।
পক্ষে বিপক্ষে হাজার হাজার বাধা বিপত্তি
সত্য ঢাকতে কত প্রলোভন আচার উৎসব।
সত্য এটাই মায়ের কান্না আজো অন্ধকারে
সেই মেয়ের জন্যে বিচার চেয়ে
ওরা আমরণ অনশনে।
আশার আগুন জ্বলে অন্তরে
তাইতো পারে, নিস্চিত পারবে
একদিন ঠিক দেখবেই সত্যের ভোর ।