পাতায় পাতায় আলোর প্রদীপ ভেসে যায়।
হরিদুয়ার গঙ্গার কি পবিত্রতা বেড়ে যায়।
গঙ্গা নিজেই জানেনা সে পবিত্র না অপবিত্র;
এপারে ওপারে মানুষের কি সমাগম।
বুঝি বিশেষ কারোর জন্য খুব আয়োজন
কারো কারোর থাকে সারা জীবনের প্রতীক্ষা
অনাবিল আনন্দের এই দৃশ্য দেখার জন্য।
জীবন সুন্দর দেখে অসুন্দরের ঠাঁই নেই।
কে বা কারা যেন এই প্রথা চালু করেছিল
যুগ যুগান্ত ধরে আজো গঙ্গারতি চলছে।