তুমি নিজে কি চাও তুমি নিজেই জানোনা।
যে যা বলে বিশ্বাস করে দ্বন্দে ভুগতে থাকো
যারা সত্যিকারের তাদের তুমি চেননা।
তাঁদের অবলীলায় অবহেলা করতে থাকো।
এই কথাটা অন্তরে রেখে দাও...
আগামীতে চলবার পথে কাজে লাগবে।
খুব সহজে বুঝি সম্মান দিলে সম্মান মেলে;
নিজের অবস্থান থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছ।
অনেক আগে থেকেই বুঝিয়ে দিয়েছ আমরা মূর্খ
আঠেরো পেরতেই আরও তীব্রতায় বুঝিয়ে দিচ্ছ।
আমিতো তোমার মা...
বুকের ভিতর হু হু আগুন
জ্বলে পুড়ে নিত্য ছাই হই।

ভালবাসা দিলে তবেই ভালবাসা পাওয়া যায়;
ছোট থেকেই একটু একটু করে তোমায় চিনি।
তোমার অসুখে ওষুধ দিই, রাত্রি জেগে থাকি
তুমিই আমাদের একমাত্র সেতু বলেই জানি।
তলোয়ারের মতন কথায় রোজ রক্তাক্ত হই
তবু তোমার বৃষ্টি রাতে খোঁজ খবর নিই,
না নিয়ে যে একেবারেই থাকতে পারিনা।
এই কথাটা মগজে বসিয়ে নাও
মাথার ছাতার মতন ঝড় বৃষ্টি অসময়ে আগলাবে।

তুমি কথায় কথায় বুঝিয়ে দাও
আমরা কতটা অ-দামী কতটা অপ্রয়োজনীয়
আশে পাশে অনেকেই আছে বন্ধু বেশে
এখন নিয়ত গুণ গুণ গুঞ্জন সুর তুলবে।
শরীরের সুগন্ধ সুবাস নিতে মনে মনে জপবে;
অর্থের মোহ ছেড়ে নিজের লক্ষ্যটাকে
ঠিক ঠিক অর্জুনের মতন খুঁজে পথ চলবে।
আমিতো তোমার মাট...
মরতে মরতেও তোমার খাবার সাজিয়ে রাখি
আমি যে সব সময় তোমার ভালো চাই।