সত্যি বলছি তোকেই ভালবাসি
তাঁর চেয়ে ভালবাসি হাতের মুঠোফোন।
সকাল বিকাল রাত্রি দুপুর
তারেই কাছে রাখি বাঁচি,
যত্ন করি সারাক্ষন।
তোর হাসিই দেখতে ভালবাসি
তবু ওর মুখ গুমোর হলেই মাথায় ওঠে রক্ত
জেনে রাখ তুই মিলিয়ে দেখিস
সবাই আমরা কম বেশিটাই
ওর ভীষণ রকম ভক্ত।
তোর নরম হাত ধরতে ভালবাসি
তবু অন্য হাতে তাকেই ধরে চলতে ভালবাসি।
থাকে সে বুক পকেটে হৃদয়ের খুব কাছে
আনে অচিনপুরের শব্দ ছবি ছায়ার মায়া কায়া
অন্তর্জালে সেইতো প্রভু আমি যেন তার দাসী।