আমিও জলের কাছে গেলে
শুকিয়ে যায় নয় জমে যায় ;
তা'নাহলে বাস্প হয়ে মিলিয়ে যায় নীলিমায়।
কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর...
সেই ছোট থেকে শুনে আসছি তাঁর শব্দ
কখনো ঝির ঝির শ্রাবণে নূপুরের নিক্কনে
কখনো ঝম ঝম বিদ্যুৎ ঝিলিকে মিলে মিশে
স্রোতস্বিনীর কিশোরী অবস্থার কূল কূল রবে
কেন তবে আজ ওরা উধাও আমার জীবনে?
সবার চোখের চক্ষুশুল
তৃষ্ণায় যখন ছাতি ফেটে যায় অবিরাম খুঁজি
নিজের কান্নায় নিজে ডুবে যায় স্মৃতির সরোবরে
ভিজতে চাইলে ভিজতে পারিনা আমি অপরাধী
মরু ঝড়ও বিভ্রান্ত হয় আমায় দেখলে
তবু আমি বারে বারে জলের কাছে যাই
যদি জলে নিজের ছায়া দেখতে পাই।