পল্লব তোমায় দেখবার জন্য
বার বার বারান্দায় আসি।
কি জানি কি মনে হয় তোমার কবিতায়
আমি যেন সেই মেয়ে।
যেখানে তোমার কবিতার আসর থাকে
আমি সেখানে সেখানে ছুটে যাই।
হয়তো তুমি জানোনা...

তোমার কবিতার কালো মেয়ে
নীলাঞ্জনা আমি সে নই
তুমি পরম আদরে ওকে ছুঁতে চাও।
আমার কেমন ঈর্ষা হয়।
আমিও কালো নাম সুরঞ্জনা।
আমিও আমার চোখে নীল খুঁজি
কিছুতেই মেঘ এসে ধরা দেয়না।

পল্লব,
আমি তোমার চোখে নীলাঞ্জনা হতে চাই।
তুমি একবার যদি বারান্দায় চাও
আমায় দেখতে পারবে,
তোমার জন্য নয়ন পেতে বসে আছি।
একবারের জন্য আমায় তুমি দেখো
আমি ওতেই ধন্য হবো।
তোমার আকাশে একবার
আমি ডানা মেলে দিতে চাই।
তারপর না হয় চলে যেও
সারাজীবনের জন্য বাতিল করো।
আমার আর কোন অভিযোগ থাকবেনা।