আমি আছি
জলতলের বুঁদবুঁদের মতন উঠে এসে বলব।
বাঁশবনের শনশন শব্দ তোমাদের মনে করাবে।
হেমন্তের ঘুমঘুম ফসল কাটা জমি যেমন থাকে
স্নান শেষে রমণী'র সপসপে ভিজে আঁচলের জলে।
যারা চিনেছিল তারায় শুধু আমায় জানে
বিরহী রাতে চাঁদের জোছনায় পুড়তে কেমন লাগে!
যারা আমায় না দেখেও বুঝতে পেরেছিল
জন্মভুমির জন্য হৃদয় কতবার টুকরো হয়েছিল।
যারা আমার মধুকথার টানে বন্ধু হয়েছিল
উঠোন জুড়ে তাঁদের সাথে লুকোচুরি ছিল।
কথায় কথায় খুনসুটি আর অভিমানী দোলাচলে
কত ভাবের আদান প্রদান দীর্ঘপাতা জুড়ে।
আবার আমি লুকিয়ে পড়ব, যাব আর এক দেশে
কাজ ফুরালে আসব ফিরে সজনে ফোটা ভোরে।
যারা আমার বন্ধু স্বজন বিশ্বজুড়ে আছে ক'জন
অনেক কথায় ভরিয়ে তুলব চড়ুইভাতির আসর।