সবুজ ঘাসের শিশিরগুলো শুকনো পা ভিজিয়ে দিচ্ছে
আমার হাত ধরে তুমি কোথায় নিয়ে চলেছ
এ পথ আমার খুব চেনা যেন গত জন্মের
মাঝে মাঝে তুমি খুব অচেনা হয়ে যাও
তোমার কপালের ভাঁজে যুগের প্রশ্ন
উত্তর দিতে গিয়ে পথ হারায়
দুঃসহ এক ঘূর্ণিঝড় শরীর কম্পমান
সব এলোমেলো স্বপ্নিল আমি হারিয়ে যাচ্ছি
শক্ত করে ধরে রাখো লতাগুল্মেরা যেমন থাকে
স্বপ্নিল বন্ধ ঠোঁটে আজন্ম রুক্ষতার মর্চে পড়েছে;
শ্রাবণের অবিরাম বৃষ্টিধারায় সিক্ত করো মুক্তি দাও।