ঠিকানা রেখে গেলাম এই রাঙা পলাশের দেশে
যে গাছে প্রথম ফুল ফোটে এই বসন্ত মাসে।
আমার ঠিকানা সেখানেই রাখা আছে।
চলে যেতে পারো হিমেল শীতে রোদ্দুর ভরা মাঠে
রেখে রেখে গেছে উষ্ণতা যে পথের বাঁকে বাঁকে।
আমার ঠিকানা সেখানেই রাখা আছে।
আকাশের নীলে কাকলী তুলে ঐযে কারা আসে
পরিযায়ী ওরা ডানায় ডানায় জীবনের গান ভাসে।
আমার ঠিকানা সেখানেই রাখা আছে।
সরোবরের স্বচ্ছ জলে রুপালী ঝিলিকে দুলে
যে শাপলা ফুল আজ সকালে পাপড়ি দিয়েছে খুলে
আমার ঠিকানা সেখানেই রাখা আছে।
ফসলেরা সব ভোরের শিশিরে অবনত করে শির
যে মুক্তোর রঙে স্বপ্ন ঝরে বুকে আশা তিরতির ।
আমার ঠিকানা সেখানেই রাখা আছে।
শান্ত শিষ্ট দুরন্ত ছেলে মায়ের কোলেতে এলে
আধো আধো সুরে দুলে দুলে, সব কথাকলি যত বলে।
আমার ঠিকানা সেখানেই রাখা আছে।