স্বপ্ন দেখার অধিকার কেউ যেন কেড়ে নেয়না
কেউ যেন সাবলীল ফুল ফোঁটা রোধ করেনা।
এই বসন্তে পলাশ ফুটলে আর যেন লাল যেন
কালকের আতঙ্ক যেন আজ আবার না হয়।
খোলা আকাশের নিচে পড়ে আছে ইতিহাস,
কাঁটাতার সরিয়ে দিতে কেন দ্বিধা দ্বন্দ্ব বিষ।
আমার নদী আমার জল আমার এই বাতাস
আমার ফুল পাখী নদী আমার এই সবুজ ঘাস।
মুক্ত যেমন আমিও যেন তাই হতে পারি।
মিষ্টি ভাষায় গাইবো গান বাউল সারি জারি
আমার মাথায় হাত থাকুক পূর্ব পুরুষের
কাঁধে আমার পড়শির কাঁধ কেউতো নয় পর।