তোমার শরীর মিশে যাচ্ছে ধূসর মাটিতে
তুমি ফুরিয়ে যাচ্ছ জল বাতাস আর শিকড়ে
তুমিই আবার দিগন্তে অবুঝ সবুজ কিশলয়
রঙ বেরঙের হাজার হাজার ফুলের হাসি
তখন অনুভবে বুঝি তুমিই আমার প্রিয়তমা।
বৃষ্টি এসে নিভিয়ে দিল আগুন শশ্মান-চিতা
ধুয়ে মুছে নিয়ে গেল কালো ছাই ভস্ম যত
ভেবেছিলাম হারিয়ে গেলে এই পৃথিবীর মাঝে
দিব্যি দেখি বেঁচে আছো ফিঙে পাখীর ডানায়
স্বপ্ন হয়ে রয়ে গেছো কিশোরী কাজল চোখে।
আলগা বুকে বাতাস এসে আমায় ছুঁয়ে যায়
বুঝতে পারি এ যেন সেই পলাশ রাঙা আঁচল
ইশারায় বুঝি ডাক দিয়েছ সোনাঝুরি যেতে
ইছামতীর স্বছ জলে লুকিয়েছো শেওলা দামে
যেমন খুশি গ্রহন করো প্রিয়া আমার ইচ্ছাময়ী।