ছেলেটাকে মায়ের ছবি আঁকতে বলেছিলাম
সে একটা মুখ এঁকেছিল, যার কপালে ছিল চোখ;
আর ছিল অস্ত্র ধরা দশ দশটা হাত।
এক চোখে ছিল জল।
আর চোখে ছিল আগুন
কপালের চোখে ছিল বরাভয়।
আর ছিল একটা ত্রিশুল। অসুরের মুখ বেঁধানো।
আমি বললাম ।
এই কী তোমার মা! এতো দুর্গা মায়ের ছবি।
অবলীলাক্রমে সে বলে দিল এইতো আমার মা।
আমার মা দশহাতে সংসার সামলায়।
কখনো কাঁদে কখনো রাগে আগুন ঝরায়;
কখনো আবার হাসি মুখে আমায় চুমু দেয়।
অসুখে ওষুধ রোদ্দুরে ছাতা পরিস্কারে ঝারু
শিক্ষায় বই হাতে যত রাজ্যের অসুর বধ করে।
সেইতো আমার মা । আমার দুর্গা মা।