তোমার কি আল্পনা দেওয়া শেষ হয়েছে
নাকি আর উঠে দাঁড়াতে পারছনা।
হাসতে হাসতে মাটিতে ভর দিয়ে উঠলে
সেখানেও দেব-শিশুর মতন হাসি!
কি বোঝাতে চেয়েছিলে সেদিন
শরীরের নিরবিচ্ছিন্ন কষ্টটুকু
নির্মল হাসি দিয়ে মুছতে চেয়েছিলে তাইনা?

সকালে খবর এসেছে
ইথার তরঙ্গে ভেসে ভেসে।
তোমার সব যন্ত্রণা এখন রাত আকাশের প্রদীপ।
জ্বলে জ্বলে আছে তোমার আঁকা আল্পনা ঘিরে।
সন্ধায় সব পাখীরা ফিরেছিল নিজেদের নীড়ে
ঘুমিয়ে গেছে শান্ত হয়ে  নিবিড় আঁধার কোলে।
তুমি ও এখন ঘুমাও আমার আপনজন!
ঘুমের দেশে ভালো থেকো।