সাময়িক নেমেছিল তোর জীবনে অন্ধকার,
কেটে গেল কেটে গেছে
আলো ফুটেছে আবার।
আধার পেরিয়ে পায়ে পায়ে হেঁটে যা,
দূরে আরো দূরে আলোকে ঝর্ণাধারায়।

আলোর পথে অমল তাসের ঝাড়বাতি
রাঙামাটির আলের পথে আলতা পায়ে যাবি
বাবুই যদি বাসা বনে অবাক চোখে দেখিস
বুকের ভিতর নদী
উতাল স্বরে ঢেউ ওঠে তোর যদি
ডাক দিবি শুধু আয়রে অপু আয়...
হাওয়ার বেগে আসবো তখন ছুটে
বিস্ময় চোখে বলবো শুধু
চল দুজনে সুদূরে হারিয়ে যাই ।