আদুরে চাদর আমাদের মিনি
কাল সারাদিন তাকে দেখিনি
কোথায় গিয়েছিলে কি জানি
কেন মাঝে মাঝে হয়ে যাস উদাসিনী।
কাল ছিল কত ডাকাডাকি
সবটাই ছিল মিথ্যে ভীষণ ফাঁকি
তোর ভাত জলে পড়লো মাছি
পথ শুধু দেখি এলেই বাঁচি।
শীতের আঁধার রাত হয়ে গেল পার
সাত সকালে ঘরে অচেনা গলার স্বর
কাল সারাদিন কোথায় ছিলিস বল
শুধু মিয়াও যথেষ্ট নয় চোখ কেন ছল ছল।
হাবে ভাবে বুঝি পেয়েছিস বুঝি সঙ্গিনী
পায়ে পায়ে কেন গড়াগড়ি তোকে তো চিনি
আজ থেকে তো দেখছি না বিড়াল তপস্বী
মনে মনে চলছে বড় ভালোবাসা বাসি।