যেদিন তুমি দুঃখ জয় করবে
সেদিন হয়ে যাবে অপরাজিতা
বুকের ভিতরে আসবে জয়ী সুবাস
দুঃখ সব হয়ে গেছে নীল পাপড়ি
তোমায় দেখে অন্যেরা বলবে
ঐ দেখো ও পেরেছে
আমরাও সবাই পারব অপরাজিতা হতে
তবে দুঃখ কেন সহ্য করি?
অপরাজিতা হাসি দিয়েই
দুঃখ জয় করতে হয়।


ওরা আবার এসেছে তোমার কাছ থেকে
ছিনিয়ে নিতে স্বাধীনতা।
তুমি রুখে দাঁড়াও অসম্ভব খাড়া প্রাচীর হয়ে।
তাঁরই মতন স্বরে বজ্র গম্ভীরে বল
শয়তানেরা আবার এসেছে নব সাজে
ওদের চক্রান্ত ষড়যন্ত্র জাল ছিন্ন করতে হবে।
ঝাঁপিয়ে পড়তে হবে আবার
কিছুতেই যেন স্বাধীন পাখীকে
খাঁচায় বন্দী না করতে পারে।


আজকাল সবটাই কেমন যেন মেকি হয়ে গেছে
কিছুতেই যেন আর কিছুই না
মেনে নাও মানিয়ে নাও
তা নাহলে হারিয়ে যাও
রসাতলের অতল গভীরে।
বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে
জন্মবলে যা যা অধিকার আমার
দরকার হলে ছিনিয়ে নিতে হবে।
কেউ উপুড় করে দেবেনা কিছুই।
এযেন সেই প্রভুর কাছে ভিক্ষা প্রসাদ।
আগুন ফুঁড়ে যেমন ফিনিক্স পাখী ওড়ে
ঠিক তেমনি জীবন জাগিয়ে তুলতে হবে;
ডাক দিয়েছি সকাল আনব বলে
কে কোথায় আছো দাও সাড়া দাও
যারা আলোর পথে যেতে চাও।