জীবন কি তবে থমকে যাবে
পশ্চিমেতে সূর্য যখন ঘরে ফেরে...
তখনি দেখবে ধীরে ধীরে
গুটি গুটি পায়ে কুয়াশার ভিড়ে
একাকী এক দ্বীপে তুমি
দ্বিধা দ্বন্দে দাঁড়িয়ে অন্ধকারে।
তুমিইতো সেই দীর্ঘ পথের যাত্রী
মেঘ বৃষ্টি ঝড়-ঝাপটার সাক্ষী।
শঙ্কিত হয়ে পিছিয়ে যেওনা বন্ধু
বরং আলোর মশাল জ্বেলে দিও
বয়েসটা শুধু সংখ্যামাত্র এ'কথা যেওনা ভুলে।
যদি দেখতে চাওতো দেখবে বন্ধু
এখনো আকাশ হাত বাড়িয়ে ডাকে।
রাতের আধারে মিষ্টি চাঁদ
মেঘের ফাঁকে ফাঁকে
পায়ে পায়ে পৌঁছে যাবে সবুজ পাহাড়ে
অনায়াসে দেবে সাঁতার নীলজল সাগরে।
যদি শুনতে চাওতো শুনবে বন্ধু
এখনো স্বপ্নগুলো কুঁড়িতেই মরে মুখ গুঁজে
অসহায় কত আলো আশা দিন রঙিন
বন্দী বইয়ের ভাঁজে ফিরছে রাস্তা খুঁজে খুঁজে।
এসো বন্ধু ওদের জন্য আজ একসাথে রুখে দাঁড়াই
অপশাসনের শিকল ভেঙে আলো আশা দিয়ে সাজাই।