ঈশ্বর তুমিই সব জানো কার কত গভীরতা ।
কে কতটা জলে । কার দৌড় কতদূর কোথায়?
ঈশ্বর ভিজে যাচ্ছে মাটি, মায়ের চোখের জলে
তাঁর ছেলেটা তোমার মতন আঁধারে বাতি জ্বালায়।
ঈশ্বর জানো দৃষ্টিতে ওরা সব খেয়ে ফেলছে
তাই মেয়েটা আর স্কুলে যায়না তোমায় খুঁজছে।
ঈশ্বর তোমার দামোদরের জল ক্রমশ কমছে
কি জানি হয়তো তোমার শোকে সে পুড়ছে।
ঈশ্বর শিক্ষার বদলে অন্য কিছু শিখতে বাধ্য হচ্ছি
লোক ঠকানো কাজ কারবার ভীষণ দাম পাচ্ছে।
ঈশ্বর এখন এপাং ওপাং ঝপাং-এ হাতেখড়ি হয়
এসবে হয়না সৎ অনশন, ভাগ্যিস এখন তুমি নেই।
ঈশ্বর ঘুন পোকারা বর্ণ পরিচয় কুড়ে কুড়ে খায়
তুমি কোথায়? তোমার নামে আলোর খবর পাই।