আজ নতুন সূর্যটা উঠলেই
দিনের আলোটা ঠিক ফুটবে।
আবার পাখীরা সব গাইবে
সুখের বাসাটি তারা বাঁধবে।
স্বপ্নটা বুকে গুঁজে রাখলেই
আলোর পথটা ঠিক চিনবে।
সাদা কালো ফারাকটা বুঝলেই
মিথ্যের মুখোমুখি দাঁড়াবে।
অক্ষরে অক্ষরে সাক্ষর হলেই
নিজ অধিকার তারা বুঝবে।
অধিকার বুঝলেই ঝড় ঠিক উঠবে
সেই ঝড়ে মুখোশটা খসবে।
গাজনের বাজনাটা বাজলেই
একে একে এখানেই ভিড়বে।
বৃষ্টির ফোঁটাগুলো একসাথে মিশলেই
শুখানদী বানভাসি হয়ে ঠিক জাগবেই।