রোদ্দুরের বুক ঝাঁঝরা করে দিয়েছে বুলেট
রাজপথে লুটিয়ে পড়ে আছে।
সময় বুঝি সেই মুহূর্তে থমকে গেল
নদীর স্রোতে পাখীর ঠোঁটে ধানের শিষে
সে কথা ইথার তরঙ্গে ছড়িয়ে যায়।
রোদ্দুরের দীপ্ত ভঙ্গিমায় যে চাওয়া ছিল
আলো আশার প্রতি কণা যেন ছড়িয়ে পড়ছে
প্রতি ঘাসে ঘাসে দিগদিগন্তে পথে প্রান্তরে
সবাইকে যেন একিইভাবে আন্দোলিত করছে ।

পথের দুধারে যত কৃষ্ণচূড়ার দল ছিল
অকাতরে পাপড়ি তাদের ঝরিয়ে দিল
রোদ্দুর এখন লাল চাদরের আদর মেখে ঘুমায়
মুখে তাঁর এখনো লেগে আছে
আলো আশা স্বপ্নের সেই অমলিন হাসি।
সঙ্গের সাথীরা একে একে এগিয়ে আসছে
উঠে দাঁড়াচ্ছে ঋজু মেরুদণ্ড সোজা করে;
ওদের ঠোঁটে মুখে শরীরী ভাষায়
ফুটে উঠছে রোদ্দুরের বেপরোয়া দীপ্ত ভঙ্গী...
ওরা সব একত্রে বলছে...
আমাদের মৃত্যু দিয়ে ঠেকিয়ে রাখা যাবেনা
আমরা এখন তাঁর আলোকের ঝর্ণাধারায়।