দারুন সুন্দর সত্য উন্মোচন
এ মন যে আনমোল রতন
জহুরী না হলে চিনবে কি করে
তাহাতে রতনের হয়না অসম্মান।
ওহে  মানব নিজে যা গ্রহন করো
মানবীরে ঠিক তাহাই কি দিতে পারো!

নতুন এক ভোরের সুচনা করেছে মেয়ে
সাক্ষী থাকুক আলো বাতাস সূর্য রয়েছে চেয়ে।
দীর্ঘ অবহেলায় অবমাননা সয়ে সয়ে
লতানো গাছ বাঁচতে চায় বৃক্ষ হয়ে।
এ যে সেই আমাদের ঘরের কুণ্ঠিতা মেয়ে
মাটিতে পা রেখে আকাশের দিকে চেয়ে
লজ্জা আবরন সব ঘুচিয়ে দিয়েছে
নিত্য-যন্ত্রণা তাকে প্রতিবাদী হতে শিখিয়েছে।
বিষের বাঁশি বাজিয়েছে বিশ্বের দরবারে
নারীরা জাগছে আলো হাতে
      আর রাখা যাবেনা অন্ধকারে।