খুব খুব সুন্দর নীল নীল আর নীল আকাশ
নীল নির্জন খুঁজে নেয় আকুলি বিকুল মন।নিল
তুমি কি এলে পৃথিবীর কাজ ফেলে
শুকনো পাতা মরমরিয়ে
ঝর্নার মতন ঝরঝরিয়ে
বাতাসের মতন শনশনিয়ে
বৃষ্টির মতন ঝমঝমিয়ে...
আমি শুধু একলা বসে বসে
আকাশের বুকে তোমার মুখ আঁকি
মেঘেদের সাথে রঙ নিয়ে
রামধনু থেকে সাত রঙ নিতে গিয়ে বিপদ ঘনালো।
সব রঙ দিল শুধু লাল রঙ দিলনা
সূর্যের অস্তরাগের লাল রঙে তোমায় রাঙালাম।
ছবি যখন সম্পূর্ণ।

মেঘেরা বলল আমাদের ছুটি দাও
রামধনু মিচকি হেসে তখনি নিলো বিদায়
টুপ করে ডুব দিল দিনের দিনকর,
তখনি আঁধার ঘনালো।
জোনাকিরা যেন সেই আশাতেই ছিল।
আমি হতাশ হয়ে যায় ছবি হারিয়ে যায়।
শঙ্খধ্বনি যেন শুনি বড্ড চেনা মনে হয়
বহুযুগের ওপার থেকে ভেসে এলো শব্দসমুহ
"এইতো আমি ছবি হারালেও
আমি এতটুকু আজো হারায়নি।