আমি তুমি আছি এক অলীক বন্ধনে ।
প্রতিনিয়ত অনুভব করি মনে মনে ।
ঝড়-বৃষ্টি আলো আঁধার আশায়,
মন ভরে গেছে ভালোবাসায়।
পেরিয়ে এসেছি কতটা পথ একসাথে,
তবু মনে হয় এ যেন কিছু নয়,
আজও নতুন লাগে এই প্রভাতে।
আজও যেন বাজে সেই সানাই
বেজেছিল যে সুর প্রথম দেখায়।
তুমি নিষ্পাপ বালিকা বেলায়
আমি রাখাল বালক অবাক চাওয়াই।
সকালের সূর্য পশ্চিমে হেলে গেছে
হরিণী চোখে কাজল মুছে গেছে।
আজো তেমনি ক্ষীণ সঞ্চারিণী বেনী
রয়ে রয়ে বাজাও সেই নুপুরের রিনিঝিনি।