ওই বুঝি দূরে বাঁশির সুরে বাজে তাঁরই গান
আজ বাইশে শ্রাবণ তাঁর হারিয়ে যাবার দিন।
গিয়েছে সে চলে মৃদুমন্দ পায়ে আকাশের তলে
আকাশ বুঝি চেয়েছিল শুধু শুনবে তাঁরই গান
আজ বাইশে শ্রাবণ ঠাকুরের হারিয়ে যাবার দিন।
জল টুপটুপ ঝরে অরণ্য থাকে কেমন করে
বকুল জড়ো করে রাখে আঁচল ভরে
আউল বাউল আকুল হৃদয় উদাসী তার মন ।
আজ বাইশে শ্রাবণ ঠাকুরের হারিয়ে যাবার দিন।
অবাক কাণ্ড একী
আকাশ জুড়ে পাখীর উড়াল দেখি
যাচ্ছ কোথায় চিৎকার করে বলতে থাকি
উত্তর এলো ইথার তরঙ্গে
কেন মিছে করছ ডাকাডাকি
আজ আমাদের সময় নেই
গায়তে হবে তাঁর জন্য তাঁরই সেই গান
তুমিও যদি গায়তে চাও
দাও খুলে দাও বাঁধন
আজ বাইশে শ্রাবণ ঠাকুরের হারিয়ে যাবার দিন।
গাইবো হবে সবাই মিলে
জীবন জয়ের গান।