সন্ধ্যাবাতি দেবার পরও কিছু আগুন রেখে দিও
যদি সব আলো নিভে যায় গভীর ষড়যন্ত্রে
তখন একে একে জ্বেলে দিও
হীনজনে দীনজনে বল ভরসা যোগাতে।
বলে বলে যেও
এখনও সবটা শেষ হয়ে যায়নি
মিথ্যা প্রতিশ্রুতি যারা দেবার দিক
অহরহ কাগজে কলমে বিক্রীত ইথারে...
সে রংমশাল একদিন নিভে যাবেই।
তখন ওদের একে একে চিনতে পারা যাবে
রক্তের বিনিময়ে ধৈর্যের ঋণ পরিশোধে।
সুযোগের অপেক্ষায় ছিল
সকাল আলো বাতাস রোদ্দুর ঝড়
ঠিক তারা একে একে সাথে মিলবেই
তখনি হবে শুরু লড়াই
জীবন আর যৌবনের
রাতের আঁধার কোরক থেকেই
জয়ের পতাকা উঠে আসবে সমুখে সবার
ঝোড়ো বাতাসে পতপত করে উড়বেই উড়বেই।