দাউ দাউ আগুনে যদি দাও ঘি
আগুন যে বেড়ে যাবে দ্বিগুন
সে আগুনের আঁচ তোমায় ছুঁতে পারে,
বন্ধু তাহা জানো কি?
পারো যদি একপশলা বৃষ্টি এনে দিও।
আগুনের ছাই থেকে
উড়ুক আশার ফিনিস্ক পাখী।
মরুভূমি নয় মরুদ্যান গড়ে দিও।
সাম্যের গান পাখীর পালকে লিখে দিও
বৃষ্টির মন্ত্রগানে সুপ্ত বীজে জাগবেই
ন্যায় বোধে উদ্দীপ্ত হবে আঁখি
ফাগুন বাতাসে নবান্নের গান শুনিয়ে যেও।
ধর্মের মোড়কে আরো কি ছড়াতে চাও
এমনিতেই বিশ্ব জুড়ে মিশে স্বার্থ বিষ।
বন্ধু অন্ধ হয়ে যেওনা উদার আকাশ হও,
বরং পাশে থেকে হাত ধর, অশ্রু মুছিয়ে দিও