আগুন নদী এসে ছুঁয়ে গেছে তৃষিত হৃদয়
মৃত্যুকেই বেছে নিতে হয় যদি যন্ত্রণা না সয়;
বুকের ভিতর যে তারা খসেছিল স্বপ্নের মতন
আস্তাকূড়েই নিক্ষেপ করতে হয় তাকে তখন।
তা’নাহলে শরীর জুড়ে বাড়তে থাকে দূষণ
তবু কেউ কেউ বলতে থাকে এযে জীর্ণ বসন ।
মৃত্যুর আনাগোনা আসলে সময়ের মুখোশ
পড়তে হয় পড়াতে হয় আসমানি পরবাস।
অজানার পথে অপেক্ষা করে চড়াই উতরাই
তবুও লক্ষ্য মোহানা স্থির বিশ্বাসে সমুখে ধায়।
অজানা আশঙ্কা দুরুদুর বক্ষে ছুটি দুরন্ত দুর্বার
দ্বিধা দ্বন্দ কাটিয়ে সাঁতরাই অশান্ত পারাবার ।
নীলাচলের স্বর্ণবালুকায় ছড়ানো মুক্তির আভাস
বুকের ভিতর সঞ্চিত স্বপ্নে লাগে দুরন্ত বাতাস ।