প্রশ্ন থাকলে জবাব থাকে
এটাই স্বভাবিক, সহজ সরল এটাই শিক্ষণীয়।
তৃষ্ণা মেটাতে পানীয় থাকে
এ যে প্রকৃতির বিধি নিয়ম পরম রমণীয়।
খরা মেটাতে বৃষ্টির ইচ্ছা জাগে
প্রবল বৃষ্টিতে বন্যা জাগে মাঠ প্রান্তর ভাসে।
রাত ফুরালেই দিনের দেখা পাই
জন্ম মৃত্যু আছে তাই নিত্য হাসি কান্না আসে।
প্রশ্ন থাকলে জবাব থাকে
কেউ কেউ জবাব লুকাতে উল্টা পুরাণ পাঠ করে।
সত্য আছে মিথ্যা আছে
মিথ্যা জবাব দিয়ে সঠিক তথ্য আড়াল করবে কি করে?
হ য ব র ল দিয়ে আর কতদিন চলবে
দেশে বিদেশের লাখো প্রশ্ন, তীর শলাকা কার দিকে?
সবাই এখন জানে সেই উলঙ্গ রাজার গল্পটা
ভুল ভেবেছে কেউ কেউ হয়তো আগুন নিভে গেছে,
আগুন আজো বুকে... আগুন আজো বুকে...