তুমি এমনি করেই এসো বজ্র ঝিলিকে হেসো
নিত্যি নতুন ফাগুন রঙিন বেশে।
তুমি এমনি করেই গেয়ো ঝর্ণা ধারায় নেয়ো
মিলব শেষে সব পেয়েছির দেশে।
আকাশ জুড়ে একী আলো হারিয়ে গেল আঁধার কালো
আলোর মাঝে তুমি অপরূপা।
মেঘের ভেলায় ছুটির খেলা ক্ষেত খামারে কাশের দোলা
বছর ঘুরে বুঝি এই উঠানে পা।
মাঠ দিঘিতে পদ্ম শিউলি ফোটে ফুলের গন্ধে মৌমাছিরা জোটে
পাড়ায় পাড়ায় মাতন লেগেছে।
আবার যেন নতুন লাগে কানে ভদ্রবাবুর মহালয়ার মন্ত্র গানে
আলোর বাঁশী মায়ের খবর এনেছে।