আলোর রেখা ধরে ধরে এসেছি
অনেকটা শ্রান্ত বেশ কিছুটা তৃষ্ণার্ত
পায়ে লেগে আছে ধুলো
পোশাকের আস্তরনে কিছু চোরকাঁটা
এখানে এত নির্জনতা
শুধু একটা লন্ঠনের আলোয় কেমন রহস্য
মনে হচ্ছে এখানে একটু আগে কেউ ছিল
এখন আর কেউ নেই...
কোথায় যেন উবে গেছে কর্পূরের মতন।
ঐযে হাতে বোনা পদ্মাসনে উষ্ণতা লেগে আছে
চিরুনিতে আটকে আছে সুগন্ধি কেশ
ওরা সব কোথায় গেল।

প্রশ্নের কোন উত্তর নেই...
চমকে দিল ম্যাপল গাছের পাতা ঝরা
স্বচ্ছ স্তব্ধ সরোবরের ঢেউ যেন গোল্লাছুট দিল পাড়ে;
অশ্রুত কিছু শব্দ এলোমেলো কানে আসে
একত্রিত করে তর্জমায় বুঝি
"ওরা আজ আর কেউ এখানে থাকেনা
এখানকার সময় স্তব্ধ হয়ে গেছ অনন্তের জন্য।
শুধু এই লণ্ঠন নিয়ে যাও
এই আলো, এই আলোর কণা তোমারি জন্য;
ওরা রেখে গেছে মেহফুজ শব্দরাশি ভাণ্ডার
তুমি যে আগামীর কবি।