এনেছে নতুন নতুন সৃষ্টির সন্ধান প্রানভরা
জীবনের যত স্বপ্নেরা ছিল যারা অধরা
অকাতরে হোক আজ তাহাঁদের প্রকাশ আয়োজন
সবার ঠিকানা ঠিক যেন থাকে আদি অনন্তে আবহমান।
বুকের অতল আঁধার থেকে উত্থিত হোক
বীজের উন্মোচন।
সূর্যের মত সততায় হোক তাহাঁদের জাগরন
এযে সবুজ পাতার আন্দোলন ।
অকাতরে হোক আজ তাহাঁদের প্রকাশ আয়োজন
সবার ঠিকানা ঠিক যেন থাকে আদি অনন্তে আবহমান।
নিশ্চিত এক নির্ভীক এক স্বচ্ছতার সে প্রতীক
আঁধার সেই আলো করেছে দৃপ্ত বজ্র ঝিলিক ।
উদার আকাশে ডানা মেলে দিয়ে যাক উড়ে যাক
দিক বিদিক।
পরিযায়ী সব ফিরে আসুক পথ খুঁজে নিয়ে পথভোলা
ঘরেতেই ফিরে আসুক।
সাদরেই হোক আজ তাহাঁদের প্রকাশ আয়োজন
সবার ঠিকানা ঠিক যেন থাকে আদি অনন্তে আবহমান।