১৪৩০ আজ তুমি চলে যাবে কালের গহ্বরে
আমরা যারা সুখ দুঃখের চাদর বুনেছি
কান্না হাসির দোলন দোলায় দুলেছি
বুকের ভিতর স্বপ্নটাকে লালন করেছি
নতুন সূর্যের নতুন ভোর দেখতে চেয়েছি।
১৪৩০ তুমিতো সবটা দিতে পারলেনা
ঐযে যারা অন্যের খাবারে হাত বাড়িয়েছিল
অন্যের অধিকার অর্থের বিনিময়ে চুরি করেছিল
অনেক অনেক প্রতিশ্রুতির ঝড় তুলেছিল
তারা এখন দিব্যি আছে সাপে নেউলে সন্ধি করে।
১৪৩০ তুমি যা পারলেনা দিয়ে যেও আগামীকে
ওই নবীন সুবজ কিশলয় বর্ষকে দিও আগুনমন্ত্র
সে যেন হয়ে ওঠে এমন খরায় আশীর্বাদ বৃষ্টি
মৃত সঞ্জীবনীতে স্বপ্নের বীজ মাথা উচু করে বলুক
ভিক্ষার ঝুলি আর নয়, সফল সবল হাতে কাজ চাই।