প্রতি শব্দে ঢেউ ওঠে সাদা সাদা ফেনার মত
মনে মনে ভাবি বুঝি ও সব তোমার মন কথা।
বলতে বলতে সব বাতাসে মিলিয়ে যায়।
চেনা গন্ধে জেগে জেগে উঠি তোমায় খুঁজি
অলক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো
আরও সর্বজয়া হাসি হাসতে থাকো
ধরা দিতে দিতে কেমন অধরা হয়ে ওঠ।
গান সুরে সুরে ডাক দাও -চলে এসো প্রিয়
এঘর ওঘর সবখানে খুঁজে খুঁজে যখন ক্লান্ত
ঘুমের ভিতর স্বপ্নে স্বপ্নে আসো অনেক কাছে।
কি বলে ডাকি ভুলে ভুলে যায় অনুক্ষন
ফুল পাখী চাঁদ তারার ভিড়ে মিশে মিশে থাকো
বুঝি বুঝি করেও তোমায় বোঝা হলনা
চেনা চেনা হয়েও তুমি আজো অচেনা
বনলতা, এ জন্মে তোমায় নিবিড় পাওয়া হলনা।