কথা দিয়ে সেই কথা না রাখা
বলবে কি তুমি। যদি পথের বাঁকে হয় দেখা।
হয়তো বলবে ভুল হয়ে গেছে
কিম্বা হয়তো চিনেও না চেনার ভানে অনুলেখা।
অন্য বাড়িতে উঠানের চাঁদ
শিউলি সুবাস ছড়াও, ভাঙাঘরে একেবারে একা।
কথা দিয়েছিলে জ্যোৎস্না হবে তুমি
কথারা ঘুমিয়ে গুটিপোকায় প্রজাপতি মেলেনি পাখা।
আমের মুকুলে আগামীর কথা
জীবনের কথা ফুরিয়ে যায় অস্ত যেদিন জীবনরেখা।
তবু এ'মনে আশা জেগে ওঠে
এই বুঝি মেঘ যাবে সরে পাব যে চাঁদের দেখা।
ঝরে ঝরে যায় রক্ত গোলাপ
বয়ে বয়ে যায় বাতাসে সুবাস, রয়ে যায় শুধু কাঁটা।
এ জীবনে যা হলনা প্রিয়া
তবে কি কথা দেবে আর জনমে আবার হবে দেখা।