আমাদের ভালবাসার ইচ্ছা ডানায়
তুমি আকাশের নীলে উড়ে যাও।
কোথায় যাবে কত দূরে যাবে
এখানেই মন পড়ে রবে নিজেকে শুধাও।
যে বাঁশি বাজে অন্তর মাঝে
তাইতো শুনবে অহরহে।
তোমারি গানে থাকে পথ চেয়ে
এই শহর জুড়ে যে নদী বহে।
বৈশাখ রবি তোমারি ধ্যানে
জ্যৈষ্ঠ দারুন তপন দহনে
আষাঢ় আসবে ঝড় তুফানে
শ্রাবণ ঝরবে অঝোর বরিশনে
ভরা ভাদরে পড়বে কি মনে
আশ্বিনে এসো মায়ের আগমনে।
রঙের দিনে বসন্ত মাসে
যাও চলে যাও আপন আলোর দেশে।
ভালো থেকো ভালো রেখো
আমরা আছি অপেক্ষায় শিউলি মাসে।