যেতে যেতে পথের বাঁকে থমকে থমকে যায়
বারে বারে পিছন দিকে ফিরে ফিরে চায়
ফেলে ফেলে আসা সময়ের দুচোখ জলে ভরা
ফ্যল ফ্যল সজল দৃষ্টি মন যে কেমন করা।
যেতে যেতে বলে যাওয়া আবার আসবো ফিরে
দিনে দিনে অপেক্ষার নেভা দীপের রাত গভীরে।
একটু একটু জমিয়ে রেখো সেই প্রেমের পাত্রখানি
ঘুমিয়ে ঘুমিয়ে বুনো আদরের নকশিকাঁথা খানি।
ধানে ধানে সুধায় করো আগামীর ক্ষুদা হরণ
প্রাণে প্রাণে দিও গান যেন একতার ঐক্যতান।
তারে তারে রুদ্রবীণায় এনে দিও সাম্যের ঝঙ্কার
হাতে হাতে যেন থাকে কাজের ন্যায্য অধিকার।
আলোয় আলোয় থাকুক জেগে সবার স্বাধীন সত্তা
ভালোয় ভালোয় পাখীর ডানায় অসীম নিরাপত্তা।
পাতায় পাতায় আর নেই ভয় হবেনা যুদ্ধ আর
চেনায় চেনায় বিশ্ব মেলায় নব আনন্দ জোয়ার।