শুধু ভালবাসা রেখো অন্তরে
আর কিছু আমি চাইনা।
ফুলের মতন সৌরভ শুধু দিও
আর কিছু আমি চাইনা।
যে আতরে এত দিন ধরে
জ্বালিয়ে রেখেছো ঝাড়বাতি
সন্ধ্যা হলে জ্বালিয়ে দিও
মুখোমুখি কাটিয়ে দেব রাতি।।
ফুরিয়ে গিয়েছে রাত
সূর্যের লাল প্রভাত
হৃদয়ের জানলা খুলে দাও
ভোরের আলো মাখতে দাও।
আর কিছু আমি চাইনা।
পাশাপাশি হাঁটি যদ্দুর
একমুঠো দিও রোদ্দুর
বালুকণায় ছড়িয়ে রেখো
পায়ের চিহ্ন তোমার আমার।
আর কিছু আমি চাইনা।
×××আজকের কবিতা উৎসর্গ করা হোল আমার প্রিয় কবি প্রনব মুজুমদার কে উদ্দেশ্য করে।