এইযে আমার দেশ বড় প্রিয় মহা'দেশ
আলো মাটি বাতাস আনন্দ উপহার।
তবু অসহায় কত'যে মানুষ
(আজো) আলো খোঁজে বারবার।
চোখেতে জল ঝরে আধারেতে ঘুরে মরে
(আহা)কেউ নেই তাঁদের কাছে কিছুকথা শুনবার।
তাই বন্ধু সবাই মিলে
হাতে হাত রাখি রাত্রি জেগে থাকি।
শীত সকালে যেন রোদ্দুর হতে পারি।
আমরাই আছি যাবো কাছাকাছি
খুলে দেবো বন্ধ দুয়ার
এনে দেবো জীবন জুড়ে জোয়ার।

এই জীবনের পথ দুঃসহ সেইপথ
যারা দিশাহারা নির্বাক গতিহারা।
স্বার্থপরের এই দুনিয়ায় বড় বেমানান তারা।
আশার হতাশায় দীপ নিভে যায়।
এ মহাপ্রান অভিমানে কেন বৃথা ঝরে যায়?
তাই বন্ধু সবাই মিলে
হাতে হাত রাখি রাত্রি জেগে থাকি।
শীত সকালে যেন রোদ্দুর হতে পারি।
আমরাই আছি যাবো কাছাকাছি
খুলে দেবো বন্ধ দুয়ার
এনে দেবো জীবন জুড়ে জোয়ার।