কবিকে স্মরণ।    লাল পাহাড়ির দেশ/রক্তিম


কেউ কেউ হারালে হয় অসীম শুন্যতার সৃষ্টি
লাল পাহাড়ের লাল পলাশ মুখ লুকিয়ে ফেলে
অভিমানে সে বলে
কোথায় গেল সে মনের মানুষ?
বুকের বামে দাউ দাউ আগুন জ্বলে
পোড়া একটা গন্ধে বাতাস তখন ভারী।
উথালি পাথালি একটা ঢেউ ধুমকেতুর মতন
সাগর তীরে এসে আছড়ে পড়ে।

সেখান থেকেই লালপোশাকে একটা মানুষ
চশমার গভীর থেকে জ্বলজলে চোখে বলে...
আমার পরিচয় এখন তোমাদের হাতে
এভাবে কেউ ভেঙে পড়তে নেই
এই হেমন্তের শিশিরে সজনেরা এখন ভিজবে।
সারা দেশ জুড়ে যে পলাশ জাগাতে হবে;
পলাশেরা লুকালে নিজেদের অস্ত্বিত্ব হারাবে সাথী।
তাই গান গাও ''তুই লাল পাহাড়ির দেশে যা"