একবার নয়, বার বার নয়
আমি শত শত বার
চোখের মায়াতে পড়তে চাই,,,
আমি মন দিয়ে মন ছুতে চাই
আমি পড়তে চাই মনের ভাষা গুলো,,
আমি অনুভব করতে চাই,,,
মনের অনুভূতি গুলো,,,,
আমি বুঝতে চাই
চোখের কোনে জমে থাকা জলে
কতো ব্যথা জমে থাকে,,,
কতো টুকু ব্যথা পেলে
চোখে জল আসে,,
আমি বুঝতে চাই কতোটা ভালোবাসলে
লজ্জাহীন বেহাইয়া হয়,,
আমি তো দেখতে চাই,
পড়ন্ত বিকেলে দমকা হাওয়ায়
উড়তে থাকা সেই চুল গুলো,,
উদাসীন হয়ে বসে থাকা
তার মায়াবি মুখ টাতে কতো কথা জমানো,,