মাঝে মাঝে বড় একা লাগে,,
অস্থির লাগে সব কিছু,,
কেঁপে ওঠে ভিতর টা
যেনো সব কিছু ফাকা!
ভেজা ভেজা কথা
টলমলে দুই চোখের পাতা।
বড্ড একা লাগে, সব যেনো ফাকা!
অনুভূতি গুলো হারিয়ে ফেলে প্রান
ভেসে যায় নিরবতার কথা,
স্বপ্ন গুলো থেমে যায়
সেই মুহূর্তে যখন সব লাগে ফাঁকা!
জীবন তরী ঠেকে গেছে বালু চরে
তরী ফেটে জল ভরে যাচ্ছে
কোথায় গিয়ে ভিরবে তরী
কারো কি জানা আছে।