বন্ধু মানে_ চল হারাবো দুরের ঐ নীলে
সীমাহীন পথ দিবো পারি, হারামি গুলো নিয়ে,
বন্ধু মানে_অবাধ দুষ্টমি হাজারো অভিমান,
যতই দুরে থাকুক না সে,পুরে হারামির প্রাণ,,।
বন্ধু মানে_মন খুলে সব বলা,নেই কোনো দেয়াল,,,।
বন্ধু মানে_ প্রেমিকা নিয়ে টানা টানি, ট্রিট দিবি কবে,,
নইলে কিন্তু বলে দিমো সব,তোর প্রেমিকা তবে
বন্ধু মানে_চল যাবো চল,কিছু না ভেবে পথ চলা,,
যেখানে হাজারো কনফিউশান তাকে বন্ধু বলে না,,।
বন্ধু মানে_বিশ্বাসের ডিব্বা,হাজারো আবদার,
বন্ধু মানে_ঐ সূর্য হাসি আকাশ,,
আর যা হারাক জীবন থেকে বন্ধু
তোরা যেন না হারাস,,,