ভাবছি কি লিখবো জীবেন পাতায়,
ছন্দ হারা কেনো হলো কবিতা আমার,
কবিতা ছিলো,ছন্দ ছিলো,
কেনো এভাবে হারিয়ে গেলো
এমন তো ছিলাম না আমি,
কিছু অবহেলা আর বিশ্বাস ঘাতক
আমাকে করে দিছিল,, এলোমেলো,
অনেকটা আগের মতো করে নিয়েছি,,
জীবনের আনন্দ গুলো,
তবে
শুধু অপেক্ষা হারানো সেই,,
ছন্দ আর কবিতার ভাষা
কে আসবে আমার চাওয়া গুলো নিয়ে
তাকে নিয়ে ভরিয়ে নিবো,,ডাইরির পাতা,!
এই ছোট্ট আশা,