আমি তো দেখেছি কতো না
মানুষের স্বপ্ন গুলো থমকে যাওয়া
আমি দেখেছি নিরবে একা মানুষ কে
নিঃশব্দ চিৎকার করে কাঁদতে থাকা,,
ভালোবাসি ভালোবাসি বলা মানুষকে
দুরে চলে যাওয়া,,,
আমি দেখেছি ধর্ম,বর্ন আর রং দেখে
মানুষ কে বিচার করা,
আমি দেখেছি স্বপ্ন দেখিয়ে শুধু
"সরি" বলে চলে যাওয়া,,,
আমি দেখেছি ধর্ম,বর্ন আর রং না মেনে
অনেক নিঃস্বার্থ ভালোবাসা,,
দেখেছি স্বার্থের জন্য অনেক জীবন
নিয়ে খেলা করা,,
দেখছি অনেক কষ্টের মাঝে
হাসি খুশি ভরা অনেক মুখ,,
দেখেছি অন্যের সুখে পেয়েছে
আরেক জন সুখ,,
সব শেষে বুঝতে পেরেছি
ভালোবাসা শুধু পাওয়ার জন্য না,,,
কিছু ভালোবাসা না পাওয়াতে রই,,,